মেঘনা প্রতিনিধি।
ড্রেজিং করার সময় মেঘনা নদীতে পরে মেঘনা উপজেলার ড্রেজার মালিক মো.কবির হোসেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় বাঞ্চারামপুর উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেড লোড দেওয়ার সময় নদীতে পরে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ কবির হোসেন মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্বজন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায় তাবাসসুম নামের একটি লোড ড্রেজারের মালিক কবির হোসেন। মরিচাকান্দি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন করেন। সেই সুবাদে ড্রেজারেই ছিলেন। এ খবরে আত্মীয় স্বজন সহ মেঘনা উপজেলার স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির হোসেনকে যেন জীবিত রাখে সবাই দোয়া করেছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত মরিচাকান্দিতে তার ড্রেজারটি আছে ।