• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প মেঘনায় সড়কহীন দড়িকান্দি দক্ষিণ পাড়া: পাঁচ দশকের অবহেলা বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা সরাসরি সংযুক্ত করা হবে : ড. খন্দকার মারুফ হোসেন

মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
oplus_2

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।

সভায় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, মেঘনা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদারসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা তাদের এলাকার বিদ্যমান সমস্যা তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও হ্যাপী দাস বলেন, “মেঘনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন