নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সূরা সদস্য নাজিমুদ্দিন মোল্লা একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দেখতে যান। শনিবার রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্ব শড়িরে হাজির হয়ে অধ্যক্ষ সেলিম ভুইয়ার শাড়িরিক খোঁজ খবর নেন এ নেতা। এ নিয়ে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে ইতিবাচক মনোভাব দেখা গেছে।স্থানীয়রা মনে করেন সারাদেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা গেছে ঠিক সেই মুহূর্তে দুই নেতার সৌহার্দ্য পূর্ণ সাক্ষাৎ সম্প্রীতির বার্তা ও প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে এই বার্তা বহন করে। উল্লেখ্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শনিবার সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দোয়া চেয়ে নেতাকর্মীরা পোস্ট করেন।