July 18, 2025, 3:38 am

কাজ শেষ করার সাথে সাথে শ্রমিকের টাকা পরিশোধ যারা না করে তারা বিএনপির কর্মী হতে পারেনা

মেঘনা প্রতিনিধি।।

আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা শ্রমিকদের কাজ শেষ হওয়ায় সাথে সাথে মজুরি পরিশোধ করেনা তারা আমার দলের নেতাকর্মী হতে পারেনা এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ মেঘনা উপজেলা বিএনপির আয়োজনে আন্তর্জাতিক মে দিবসের বর্ণ্যাঢ্য র‍্যালীর পূর্বে সংক্ষিপ্ত আলো সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সেলিম ভুইয়া বলেন এই উপজেলায় খুব শিগগিরই শ্রমিক দল গঠন করা হবে। পাশাপাশি অটোরিকশা, সিএনজি, ভ্যান চালক সহ পৃথক কমিটি গঠন করা হবে। যারা যে পেশায় আছেন কাজ করতে আগ্রহীরা নেতাদের সাথে যোগাযোগ করবেন। আলোচনা সভার পর র‍্যালীটি উপজেলার মানিকার চর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা