August 1, 2025, 9:52 pm
সর্বশেষ:
মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

সময়মতো নির্বাচন হবে, একটু ধৈর্য ধরি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক।।

দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময়মতো নির্বাচন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য একটা বড় ইতিবাচক ঘটনা ঘটেছে। বৈঠকটাকে আমরা সেভাবেই দেখি। এটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে সামনে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘খুবই সুষ্ঠু বিবেচনাপ্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্যসহকারে এগোতে থাকি।’

সময়মতো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, সবকিছুর সমাধান আগামী দিনে হবে এবং দেশে সময়মতো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এতদিন যে ত্যাগ স্বীকার করেছি আমরা, সেটা সময়মতো হবে। দেশ সেদিকেই যাচ্ছে, আমরা বিশ্বাস করি।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা