নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ বিএনপির গঠনতন্ত্র মোতাবেক করা হয়েছে বললেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার। এই প্রতিবেদককে সম্প্রতি এ কথা বলেন। আক্তারুজ্জামান সরকার বলেন বিএনপির গঠন তন্ত্রে উপজেলায় উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা আছে সেই মোতাবেক আমরা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছি। উল্লেখ্য সম্প্রতি যুদ্ধকালীন কমান্ডার আব্বাসউদ্দীন আহমেদ মাস্টারকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি।