দিলিপ দাস।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ইয়াবা-গাঁজাসহ চার ব্যক্তিকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই)
উপজেলার রামপুর বাজার থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। মেঘনা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল মান্নান (৪৫), রাহাদ ওরফে শ্যামল আবরার (২২), আরিফ মিয়া (৩৫) এবং বাবুল মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৭০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে । থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেঘনা থানার উপ পরিদর্শক সুদীপ্ত শাহীন সঙীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।