বিপ্লব সিকদার।।
তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে নজরুল হত্যার ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের সমাজের ক্রমবর্ধমান নৃশংসতা ও মানবিক অবক্ষয়ের নগ্ন চিত্র। একজন মানুষকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা, তারপর চার টুকরো করে নদীতে ফেলে দেওয়া এমন ঘটনা কেবল অপরাধীদের পৈশাচিক মানসিকতারই প্রমাণ নয়, বরং আমাদের নৈতিক ভিত্তি কতটা ভেঙে পড়েছে, তা স্পষ্ট করে দেয়।একই গ্রামের মানুষ, এমনকি পারিবারিক পরিচিতরা যখন এমন নিষ্ঠুরতায় মেতে ওঠে, তখন প্রশ্ন ওঠে আমাদের সমাজে সম্পর্কের মূল্য কোথায় হারিয়ে গেল? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও আসামিদের স্বীকারোক্তি প্রশংসনীয় হলেও, এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে শুধু আইনের ভয়ে কি অপরাধ রোধ করা সম্ভব? নাকি এর গভীরে রয়েছে দীর্ঘদিনের সামাজিক অসুস্থতা, দারিদ্র্য, মাদকাসক্তি ও বিবেকহীনতার মিশ্রণ? এখন সময় এসেছে সমাজ ও রাষ্ট্র উভয় পর্যায়ে মানবিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং আইন প্রয়োগের কঠোরতা একসাথে প্রয়োগ করার। অন্যথায়, তিতাসের মতো ভয়ংকর ঘটনাগুলো হয়তো আগামীতে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়বে। আমাদের মনে রাখা উচিত একটি হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে হত্যা করে না, এটি পুরো সমাজের নিরাপত্তা ও মানবিক বোধকেই হত্যা করে।