এম এইচ নাঈম।।
বর্তমানে আমাদের সমাজে কিছু স্বঘোষিত ‘স্থানীয় ন্যায়পাল’ নিজেকে বিচারকের ভূমিকায় দাঁড় করিয়ে জনগণকে বোঝাচ্ছেন, তারা প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করছেন। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এই ন্যায়পালরা অপরাধীদের রক্ষা করছেন এবং ভুক্তভোগীদের চাপের মুখে সমঝোতায় বাধ্য করছেন।
এর ফলে মাদক, ভূমিদস্যুতা, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই ও হামলার মতো সামাজিক অঙ্গীকারবিরোধী অপরাধ থেমে যাচ্ছে না। বরং অপরাধীরা অনুপ্রাণিত হয়ে অপরাধ চালাচ্ছে, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা ও অপরাধ দমনের জন্য প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস এবং জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। স্বঘোষিত ন্যায়পালদের স্থানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি চাই। সমাজে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে, যখন সবাই আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে।