October 13, 2025, 6:12 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব

এম এইচ নাঈম।। 

বর্তমানে আমাদের সমাজে কিছু স্বঘোষিত ‘স্থানীয় ন্যায়পাল’ নিজেকে বিচারকের ভূমিকায় দাঁড় করিয়ে জনগণকে বোঝাচ্ছেন, তারা প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করছেন। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এই ন্যায়পালরা অপরাধীদের রক্ষা করছেন এবং ভুক্তভোগীদের চাপের মুখে সমঝোতায় বাধ্য করছেন।

এর ফলে মাদক, ভূমিদস্যুতা, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই ও হামলার মতো সামাজিক অঙ্গীকারবিরোধী অপরাধ থেমে যাচ্ছে না। বরং অপরাধীরা অনুপ্রাণিত হয়ে অপরাধ চালাচ্ছে, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা ও অপরাধ দমনের জন্য প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস এবং জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। স্বঘোষিত ন্যায়পালদের স্থানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি চাই। সমাজে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে, যখন সবাই আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা