September 16, 2025, 4:59 pm
সর্বশেষ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জীবন তৃষ্ণা ও ফুরিয়ে যাওয়া দিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বারীনগর সাতমাইল বাজার, কাশিমপুর বাজার ও রামকৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ তৈয়ব আলী (২৮), পিতা মৃত কাজী মোহাম্মদ আলী, সাং বারীনগর সাতমাইল, কোতয়ালী, যশোর; মোঃ রনি হোসেন (৩৪), পিতা মোঃ জামিল হোসেন, সাং বাহাদুরপুর পশ্চিমপাড়া, কোতয়ালী, যশোর; হৃদয় লস্কর (২৫), পিতা বিশ্বজিৎ লস্কর, সাং রামকৃষ্ণপুর হিন্দুপাড়া, কোতয়ালী, যশোর এবং মোঃ তুহিন হোসেন (২৮), পিতা মোঃ আঃ সালাম, সাং মধুগ্রাম মধ্যপাড়া, কোতয়ালী, যশোর। আইনগত ব্যবস্থার অংশ হিসেবে উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আসামী মোঃ তৈয়ব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে পরিদর্শক জনাব নাজমুল হোসেন খানের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাঈমুর রহমান নাঈম আসামী মোঃ রনি হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন। এছাড়া উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান সরদার আসামী হৃদয় লস্করকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ তুহিন হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা