মেঘনা প্রতিনিধি।।
আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার, বিকাল ৩:০০ টায় মেঘনা উপজেলা সদরের বাস কাউন্টার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু।
উল্লেখ্য, যুবদলের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ইউনিয়নে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি গ্রহণ করেছেন।