• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রাথমিক শিক্ষকরা আবার বিক্ষোভে: বার্ষিক পরীক্ষা স্থগিত রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পেনশন হয়রানির প্রমাণ পেয়েছে দুদক প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি: তারেক রহমান দুদকে নতুন তিন পরিচালক কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি বিন্দুবাংলা টিভি ডটকম: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আট বছরের অসম যাত্রা মেঘনায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি: তারেক রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে দেশবাসীর দোয়া, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক আবেগমাখা পোস্টে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মমতাময়ী নেত্রীর সুস্থতা কামনায় দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা, সমর্থন ও শুভকামনা জানানো হচ্ছে—জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বন্ধুরা যেমন উদ্বেগ প্রকাশ করছেন, তেমনি দেশের মানুষের সীমাহীন ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।

তিনি আরও বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার ও দলের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন