• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া একই উদ্দেশ্যে দেশের সব মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে—যাতে দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আজ মধ্যরাতে রওনা হতে পারেন। তার সঙ্গে থাকবেন ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জন সঙ্গী।

সঙ্গী হিসেবে থাকবেন—
সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক, মাসুদের রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

বর্তমানে খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। টানা ১২ দিন ধরে তিনি হাসপাতালে, এর মধ্যে ৮ দিন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও অপরিবর্তিত, তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল নিশ্চিত করতে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। পাশাপাশি কিডনি কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস চলছে।

গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন