ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসাসহ চারজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনা অনুযায়ী ডিবি উত্তর–এর একটি দল অভিযান শুরু করে। অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযান ভোররাত প্রায় সাড়ে ৪টার দিকে সফল হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।