• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কুমিল্লার ১১ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিপ্লব সিকদার / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলার সবগুলো সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ প্রশাসনিক কাঠামো নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে কমিশন জানায়।

নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী, কুমিল্লা-১ থেকে কুমিল্লা-১১ পর্যন্ত মোট ১১টি আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

 

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা)

রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক, কুমিল্লা। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন দাউদকান্দি ও মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

কুমিল্লা-২ (হোমনা–তিতাস)

হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। সংশ্লিষ্ট দুই উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর)

মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত আসনে ইউএনও মুরাদনগর সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার)

দেবিদ্বার উপজেলা ঘিরে গড়া এ আসনে ইউএনও দেবিদ্বার নির্বাচনি দায়িত্বে যুক্ত হয়েছেন।

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া)

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা-৬ (বুড়িচং–আদর্শ সদর–সিটি কর্পোরেশন–সেনানিবাস)

বিস্তীর্ণ এ আসনে বুড়িচং, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ থেকে ২৭ নং ওয়ার্ড এবং কুমিল্লা সেনানিবাস এলাকা অন্তর্ভুক্ত। এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
বুড়িচং ও আদর্শ সদর ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার নির্বাচন কর্মকর্তারা এবং ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার।

কুমিল্লা-৭ (সদর দক্ষিণ–চান্দিনা)

এই আসনে সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।

কুমিল্লা-৮ (বরুড়া)

বরুড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ইউএনও বরুড়া নির্বাচনি দায়িত্বে যুক্ত হয়েছেন।

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ)

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে মাঠপর্যায়ে সহকারী হিসেবে কাজ করবেন ইউএনও মনোহরগঞ্জ।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লাকসাম–লালমাই)

তিন উপজেলার সমন্বয়ে গঠিত এ আসনে নাঙ্গলকোট, লাকসাম ও লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)

চৌদ্দগ্রাম উপজেলার ইউএনও এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন