আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে মনোনয়নপত্র দাখিল কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দাউদকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেঘনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল সম্পন্ন হয়। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল), এবি পার্টির মোঃ সফিউল বাসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, জাতীয় পার্টির সৈয়দ মোঃ ইফতেকার আহসান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আবু জায়েদ আল মাহমুদ, কাজী মোঃ ওবায়েদ উল্লাহসহ একাধিক প্রার্থী।অপরদিকে, একই দিনে মেঘনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-এর প্রার্থী হিসেবে কুমিল্লা-১ আসনে মোহাম্মদ আবুল কালাম (পলাশ) মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনকে ঘিরে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।