কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে শুরু করেছে।
মনোনয়ন দাখিলকারীরা হলেন— বিএনপির প্রার্থী মো: সেলিম ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মতিন, মো: মনোয়ার হোসেন, মো: রমিজ উদ্দিন, জাতীয় পার্টির মো: আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: আব্দুস সালম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: নাজিম উদ্দিন এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মো: শাহাবুদ্দিন।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে হোমনা ও তিতাস উপজেলাজুড়ে নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।