কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে ৩ জনই মেঘনা উপজেলার সন্তান। তারা হলেন— মো: সেলিম ভূঁইয়া (বিএনপি), মো: রমিজ উদ্দিন (স্বতন্ত্র) এবং মো: নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।মনোনয়নপত্র দাখিল করা অন্যান্য প্রার্থীরা হলেন— মো: আব্দুল মতিন (স্বতন্ত্র), মো: মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো: আমির হোসেন (জাতীয় পার্টি), মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: আব্দুস সালম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) এবং মো: শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
আসন্ন নির্বাচনে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয়রা উল্লেখ করছেন, তিন মেঘনার সন্তান প্রার্থী আসনটিকে আরও জমজমাট এবং প্রতিযোগিতামূলক করে তুলেছে। প্রার্থীরা সকলেই নির্বাচনী বিধিমালা মেনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।