সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আল্লাহর দরবারে শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন, ড.খন্দকার মারুফ হোসেন ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তারের কাছে দাখিল করেন।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রমিজ উদ্দিন (লন্ডনী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য এম. এম. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা সালাউদ্দিন সরকার, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি সেলিম চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, শহিদুল ইসলাম, আনিছুর রহমান, সাবেক মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক যুবদল আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদল আহ্বায়ক কামরুজ্জামান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্যারিস্টার সাইফুদ্দিন রতন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, হাবিব মিয়াজী,সাবেক মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, অ্যাডভোকেট মোমেন, ছাত্রদল আহ্বায়ক সোলায়মান হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।