বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। সফরকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
দলীয় চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন। ওই দিন বগুড়াতেই রাত্রিযাপন করবেন।
১২ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে কর্মসূচি শেষে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পৌঁছাবেন। রাতে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাতে রংপুরে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলীতে কর্মসূচি শেষে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
এই সফরের অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানের নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সফর সংক্রান্ত সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন (অবঃ) গণিউল আজম, পরিচালক (সমন্বয়)। যোগাযোগ নম্বর: ০১৭৫৫-৭১৮২৭৫।