কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের সেনগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা ও মানবসেবামূলক প্রতিষ্ঠান সেনগর আব্বাসীয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা–এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলী অনুমোদন পেয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৭৮ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত এবং রেজিস্ট্রেশন নং ১৮ (৯০৯), ৮৫–এর আওতাভুক্ত এই মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা মণ্ডলী ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।অনুমোদিত উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ডা. মো. আব্দুল কাইয়ুম, ডা. মো. শাহাবুদ্দিন ঢালী, মো. আনিছুর রহমান, মো. আহসান উল্লাহ, মো. আবুল হোসেন ভূইয়া, মো. এলাহী মিয়া, মো. সেলিম রেজা, মো. মাহমুদুল হাসান সিকদার, মো. শাহীন এবং মো. মনির হোসেন (খোকন মিয়া)। তাঁরা সবাই স্থানীয়ভাবে পরিচিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিত্ব।প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নবগঠিত উপদেষ্টা মণ্ডলী মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানের পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করবেন। এ অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।