মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী গণসংযোগ করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ও চন্দনপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করা হবে। দলীয় সূত্র জানায়, সকাল ১০টা ৩০ মিনিটে বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে পথসভার মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত রামপুর গ্রামে এবং দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সোনাকান্দা গ্রামে পথসভা অনুষ্ঠিত হবে।দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত বড়কান্দা ইউনিয়নের আমিরাবাজ গ্রামে এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত কান্দারগাঁও গ্রামে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকাল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাতানী গ্রামে, বিকাল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চন্দনপুর গ্রামে এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বড় সাপমারা গ্রামে পথসভা অনুষ্ঠিত হবে।
গণসংযোগকালে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করবেন। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।