২৭ সেপ্টেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তে বাউরপাথর নামক স্থানে ঘাসের বস্তা থেকে সাড়ে ৪ লক্ষ বাংলাদেশী টাকাসহ রতন সরকার নামে এক কালোবাজারীকে আটক করেছে বিজিবি।২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রতন সরকার ভারত সীমান্তের একেবারে কাছাকাছি গিয়ে হাতে ঘাস কাটার কাচি ও কাঁধে একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করছে দেখে,ওই সময়ে ওই এলাকায় টহলরত থাকা পরশুরাম বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের সন্দেহ হলে,তিনি তার টহল টিমটিকে দুইভাগে ভাগকরে কৌশলে রতন সরকারের কাছে পৌঁছে তার কাঁধে থাকা ঘাসের বস্তাটি তল্লাসী চালিয়ে,বস্তার বিতর থেকে সাড়ে ৪ লক্ষ বাংলাদেশী নগদ টাকাসহ তাকে আটক করেন।
রতন সরকার পরশুরাম পৌর এলাকার সতিস চন্দ্র সরকারের পুত্র।হাবিলদার রফিকুল ইসলাম জানান,সে ভারত থেকে অবৈধ পন্থায় মাদক প্রাচারের লক্ষে ওই পারের কালোবাজারীর সাথে লেনদেন করার উদ্দিশ্যে ঘোরাঘুরি করছিল।