January 11, 2025, 12:46 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

পাখি দেখানোর কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণ

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :
এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সে উপজেলার বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে হেডম্যানপাড়ার ছড়ায় গোসল করতে গেলে আবু তাহের তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে চন্দ্র বিকাশ ত্রিপুরার স্ত্রী ঘটনাস্থলে এলে আবু তাহের পালিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, ধর্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়াকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা