July 11, 2025, 5:04 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

পাখি দেখানোর কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণ

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :
এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সে উপজেলার বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে হেডম্যানপাড়ার ছড়ায় গোসল করতে গেলে আবু তাহের তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে চন্দ্র বিকাশ ত্রিপুরার স্ত্রী ঘটনাস্থলে এলে আবু তাহের পালিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, ধর্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়াকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা