১ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ আজ সকাল দশটায় গজারিয়া উপজেলা আওয়ামিলীগ এর সনামধন্য পরিবারের,ছোট ছেলে ইমামপুর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান,গজারিয়া উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব মনসুর আহমেদ খান জিন্নাহ ও উনার সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানী উপস্থিতে,৩০০পিস হ্যান্ড গ্লাপস ও সার্জিক্যাল ম্যাক্স বিতরণ করা হয়,এই সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সাস্থ-কম্পেলেক্স এর গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান তাসলিমা আনাম সহ আরো অনেকে।
জয় হউক মানবতার জয় হউক জনবন্ধু মনসুর আহমেদ খান জিন্নাহ চেয়ারম্যান এর।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।