১০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :
ঢাকা চট্টগ্রামের মত কুমিল্লাতে সিএনজিকে প্রাইভেট সার্ভিস ঘোষনা করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সিএনজিতে একজনের বেশি উঠা যাবে না, পরিবারের সদস্য হলে দুইজন উঠতে পারবে। এছাড়া ব্যাটারি চালিত অটোতে দুইজনের বেশি উঠা যাবে না। দেশের এই পরিস্থিতিতে সক্রামণ প্রতিরোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশ ক্রমে প্রথমে দুই একদিন সচেতন করবো, তারপর আমরা আইনী ব্যবস্থা নিব।
তিনি আরও বলেন,আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন সিএনজি পরিবারের সদস্য ব্যতীত একজনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না। কেননা সিএনজি মূলত একটি প্রাইভেট সার্ভিস। তাই সিএনজি যাত্রীকে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। ইজিবাইকগুলো দুই সিটে দুইজন। টমটমের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই আসছে।
আমরা দুই একদিন সবাইকে সচেতন করবো, তারপর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবো। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করছি।
যেহেতু সবাই শেয়ারিং এ চলতে অভ্যস্থ, তাই সম্পূর্ণ ভাড়া সবার জন্য কঠিন। তারপরও করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।
সিএনজি অটোরিক্সায় যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না বলে কুমিল্লা বাসী বেশ কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।