July 25, 2025, 2:02 am
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

দ্বিতীয় দফায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪’শ জোড়া হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিলেন ফারহান আক্তার এ্যানি

১০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম

গজারিয়া প্রতিনিধি চলমান করোনা দুর্যোগে ফ্রন্টলাইন ফাইটার ডাক্তার-নার্সদের সুরক্ষার কথা চিন্তা করে দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪’শ জোড়া হ্যান্ড গ্লাভস ও সার্জিক্যাল মাস্ক দিয়েছেন ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ খান জিন্নার সহধর্মিনী ফারহান আক্তার এ্যানি।

আজ ( বুধবার) সকালে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনামের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট( অর্থোপেডিক) ডা. শামসুল আলম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোঃআরিফ হোসেন, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল ভূঁইয়া।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারহানা আক্তার এ্যানি জানান, বৈশ্বিক মহামারী করার কারণে বিপর্যস্ত দেশের স্বাস্থ্য বিভাগ; সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রন্টলাইন ফাইটার ডাক্তার নার্স ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা। তাই স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্টদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতেও তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত পহেলা জুন প্রথম দফায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩’শ জোড়া সার্জিক্যাল গ্লাভস ও মাস্ক দিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা