April 30, 2024, 10:27 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

দাউদকান্দিতে প্রকৌশলীকে লাঞ্ছিত, ইউএনও’র সিএসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রকৌশলী আহসান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অফিসের ভিতরে রেখে তালা ঝুঁলিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কামরুল ইসলাম খানের সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) আলমগীর হোসেন চৌধুরীসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার (৭ জুলাই) কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার প্রকৌশলী আহসান আলী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় ইউএনও’র সিএ আলমগীরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে সে গ্রেফতার এড়াতে পলাতক রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিএ আলমগীরের সাথে প্রকৌশলীর অফিসের কমিশন নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার ঠিকাদারদের নিয়ে সিএ আলমগীর প্রকৌশলী অফিসে গিয়ে ইঞ্জিনিয়ার আহসান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার অফিসে তালা ঝুলিয়ে দেন। এতে সে ভিতরে অবরুদ্ধ থাকে। পরে তার অফিসের কর্মচারীরা এসে তাকে বের করেন।

এদিকে, সিএ আলমগীর দীর্ঘ ৮/৯ বছর এই উপজেলায় চাকুরির করার সুযোগে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিএ আলমগীর হোসেন চৌধুরী বলেন, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বাঁচাতে গিয়ে নিজেই মামলার আসামি হয়েছি।

উপজেলা প্রকৌশলী আহসান আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে এসে সিএ আলমগীর ঠিকাদারদের নিয়ে আমার ওপর হামলা করেছে। আমাকে ভিতরে রেখে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি মো.রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী আহসান আলী ওপর হামলার ঘটনায় সিএ আলমগীরসহ সাতজনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা