July 9, 2025, 6:00 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

পার্বতীপুরে জমি সংক্রান্তবিষয়ে সংখ্যালঘু পরিবারের সদস্যর উপর হামলা

৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
দিনাজপুর প্রতিনিধি :সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপপুর ইউনিয়নেরর তাজনগর দাগলাগঞ্জ বাজারে মেইনরোড সংলগ্ন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির উপর হামলা হয়েছে বলে জানা যায়।
আহত চানা ঠাকুর(৬৫) উপজেলার দাগলাঞ্জ বাজারের বাসিন্দা। আহতের ছেলে সন্তোষ ঠাকুর (৩৫) জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধীতা চলছে।
আজ রোববার সকালে তার বাবা বাড়ির থেকে বের হলে তাকে ১৫-২০ জন লোক ধরে নিয়ে যায় এবং মাঠের মাঝে বসিয়ে রাখে।পরে তারা চানা ঠাকুরের উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে চানা ঠাকুর গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীরা তার বাড়িতে আসা শ্রমিকদদের ভয় দেখিয়ে কাজ থেকে তাড়িয়ে দেয়।
আহত চানা ঠাকুর জানান, সকালে প্রথম দফায় হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে নজরুল ও নুর ইসলাম দুই ভাই লোকজন নিয়ে চানা ঠাকুরের উপর হামলা চালায়।
আহত চানা ঠাকুরের ভাগ্নে ফোন করে জানায়, এই জমি নিয়ে আজ বহু দিন ধরে আদালতে মামলা চলছে।কিছুদিন আগে এসপি স্যার এ বিরোধীতা নিয়ে একটি সমঝোতা রায় ঘোষণা করলে দুই পক্ষই তা মেনে নেয়। কিন্তু পরবর্তীকালে হামলাকারীরা তা মেনে নিতে অস্বীকার করেন। তারা বার বার চানা ঠাকুর ও তার পরিবারের উপর হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের পার্শে সন্তোষ ঠাকুরের জমি রয়েছে। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা