May 1, 2024, 1:43 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

টিয়া পাখির বুদ্ধিতে বাঁচলো জীবন

পোষা টিয়া পাখির বুদ্ধিতে আগুনের হাত থেকে বাঁচলেন এক ব্যক্তি।

অ্যান্টন এনগুয়েন নামের এই ব্যক্তি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা। প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ পোষা টিয়া তার নাম ধরে ডাকতে থাকে। পরবর্তী সময়ে তিনি ধোঁয়ার গন্ধ পান এবং বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে অ্যান্টন এনগুয়েন বলেন, ‘একটি বিস্ফোরণ হয়। এরপর আমার পোষা টিয়া এরিকের চিৎকারে ঘুম ভাঙে। দ্রুত এরিককে নিয়ে বাইরে বের হই। পরে বাড়ির পেছনের অংশে ধোঁয়া দেখতে পাই। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক আছি।’

এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

কুইন্সল্যান্ডের দমকল ও জরুরি সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক ক্যাম থমাস জানান, টিয়া পাখি তার মালিককে ‘অ্যান্টন অ্যান্টন’ বলে ডাকাডাকি করে। এই ডাক শুনেই ঘুম থেকে জাগা পান অ্যান্টন এনগুয়েন। পরবর্তী সময়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা