• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন: বিএনপির কৌশলগত সিদ্ধান্ত কী ইঙ্গিত দিচ্ছে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ মনোনয়ন বানিজ্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি’র বিরুদ্ধে মামলা মেঘনায় মাদকবিরোধী শ্লোগানের আড়ালে সক্রিয় নেটওয়ার্ক শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিবিরের ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে এনসিপি রাখাল রাজা জিয়াউর রহমানকে নিভৃতে লালন করে সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

আট সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দৈনিক যুগান্তর প্রত্রিকার সম্পাদক সাইফুল আলম ও রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ আট সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

এ দাবিতে আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপি আরইউজের উদ্যোগে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন চলাকালে আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী অধ্যাপক কাজী জাহেদুর রহমান ২০১৫ সালের অক্টোবরে তথ্যপ্রযুক্তি আইনে সাংবাদিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত বছরের সেপ্টেম্বরে মহানগরীর মতিহার থানা পুলিশ সেই মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ আট সংবাদিকদের অভিযোগপত্র দাখিল করেছে। এরপর দৈনিক যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পিকে গ্রামের বাড়ি থেকে এরইমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন তিনি কারাগারে রয়েছেন। বাকি সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

অবিলম্বে বাপ্পির মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতারা।

তথ্যপ্রযুক্তি আইনকে ‘কালো আইন’ উল্লেখ করে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে কালো আইন কেন? সাংবাদিকরা জাতি গঠনে কাজ করেন। কালো আইনে যদি তাদের হয়রানির শিকার হতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। প্রধানমন্ত্রীর কাছে দাবি তিনি যেন আইনটি বাতিল করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ, আরউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন