• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

সালিশে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

নিজস্ব সংবাদ দাতা / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে সালিশে গোলাম মহিউদ্দিন নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী মাফিয়া বেগম। আবেদনটি মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহীত হয়। প্রধানমন্ত্রী বরাবর আবেদনে নিহতের স্ত্রী মাফিয়া বেগম আসামিদের উপযুক্ত বিচার চেয়ে বলেন, আমার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। তাদের মাসিক ওষুধের খরচ ১০ হাজার টাকা, যা জোগান দিতো আমার স্বামী তার ওষুধের ব্যবসা থেকে।

গত ১২ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে আসামিদের ফাঁসির দাবিতে উপজেলার শিবনগর, চন্দনপুর, মুক্তিনগর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোস্টারিং করা হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায়ও পোস্টারিং করা হবে বলে জানিয়েছেন নিহত মহিউদ্দিনের ভাতিজা স্কুল শিক্ষক মুক্তাদির উল্লাহ।

জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ ও মেম্বার আলফাজ উদ্দিনের উপস্থিতিতে পরিমাপ চলার সময় মামলার এক নম্বর আসামি লুৎফর রহমানের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। এ ঘটনায় গত ১৪ নভেম্বর নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে এ হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাদী পক্ষ। ‘News সত্যের সন্ধানে’ নামে একটি ফেসবুক পেজে নিহত মহিউদ্দিনের স্বজনদের বিরুদ্ধে বাড়িঘর লুটের মিথ্যা প্রচারও চালানো হয়। ভিকটিমের পরিবার এ মিথ্যা লুটের অভিযোগ আনার আশঙ্কা আগেই করেছিল। এ আশঙ্কার মধ্যেই গত ১৪ নভেম্বর ২ নম্বর আসামি শাহ আলমের ঘর থেকে জিনিসপত্র সরাতে যান তার আত্মীয়রা। ওই মুহূর্তে ভিকটিমের বাড়িতে অবস্থান করা তদন্ত কর্মকর্তা মেঘনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির হোসেন সেখানে যান। ঘর থেকে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া হয় তিনি তা লিপিবদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন