১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর থেকে উচ্চ বিস্ফোরক ও ডেটোনেটরসহ ইয়াসিন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)।
মঙ্গলবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
এর আগে সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ইয়াসিন আলী ওই ইউনিয়নের নয়াখেল গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরক আনা হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানকালে চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন নয়টি উচ্চ বিস্ফোরক (পাওয়ার জেল), নয়টি ইলেক্ট্রিক ডেটোনেটর এবং একটি মোবাইল ফোনসহ ইয়াসিনকে আটক করা হয়।’
উদ্ধার হওয়া বিস্ফোরকসহ তাকে সিলেট জেলা পুলিশের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।