January 22, 2025, 4:36 am

মেঘনায় ট্রলারডুবি, আরও ২ জনের মরদেহ উদ্ধার

১৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো। ট্রলারডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জাকিয়া বেগম (৫৫) ও নিহার (১) মরদেহ উদ্ধার করা হয়। জাকিয়া বেগম চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী। একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা।

এখনও যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন, নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), আমির হোসেন ও আলিফ (১)।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির পর কোস্টগার্ড অভিযান চালিয়ে চার ধাপে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনও অভিযান চলছে।

উল্লেখ‌্য, গত ১৫ ডিসেম্বর বরযাত্রীবাহী একটি ট্রলার চানন্দী ঘাট থেকে ঢালের চর যাওয়ার পথে ডুবে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা