January 22, 2025, 7:01 am

কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা, গ্রেপ্তার ৬

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

গ্রেপ্তারদের মধ‌্যে ছাত্রলীগ নেতা খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ মোট ছয়জন আছেন।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুলের ভাতিজা অনিকসহ ১৫-২০ জন হামলা চালায়। এসময় তারা বাড়িতে নারীদের গায়ে হাত তোলে এবং ভাঙচুর করে একটি মোটর সাইকেল নিয়ে যায়।

ওসি জানান, গ্রেপ্তাররা বিএনপির প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা করেছিল। এ ঘটনায় শিমুল ও সিরাজুলসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা