May 3, 2024, 9:18 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ ৩ গাড়ি খালে

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খাগড়াছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার পুরান বাজারের চৌরাস্তার বেইলি ব্রীজ ভেঙ্গে কাঠবোঝাই ট্রাকসহ তিনটি গাড়ি খালে পড়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) ১০টার কিছু আগে কাঠ বোঝাই ২টি ট্রাক ও একটি মাহেন্দ্র গাড়ি ব্রীজের উপর উঠলে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে দিঘীনালার সাথে রাঙ্গামাটির লংগদু ও মাইনির সড়ক যোগযোগ।

স্থানীয়রা জানান, উপজেলার ছোট মেরুং থেকে আসা কাঠ বোঝাই দু’টি ট্রাক একসাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ট্রাকের পিছু পিছু যাত্রীবাহী তিন চাকার মাহেন্দ্র থাকায় সেটিও নিচে পড়ে যায়। এ ঘটনায় আটজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

সড়ক ও জনপথ সূত্র জানায়, অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের উপর যানবাহন চলাচল নিষেধ রয়েছে। সেখানে একসাথে দুইটি কাঠবোঝাই ট্রাক একই সময়ে উঠায় তা ভেঙে পড়েছে। চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে। মেরামতের কাজ শুরু করেছে। ব্রিজটি দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে ৫-৭ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা