April 13, 2025, 2:02 am
সর্বশেষ:
সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, তদন্তে দুদক ফরিদপুরে বাস উল্টে বাবা-ছেলেসহ সাতজন নিহত তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড স্ত্রী-সন্তানসহ এনবিআরের সাবেক চেয়ারম্যানের  দেশত্যাগে নিষেধাজ্ঞা দুই থানার নাম পরিবর্তন মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৩৮-৪৩ তম বিসিএস উত্তীর্ণদের সত্যতা পেয়েছে দুদক মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা  

ভারতে আবারো বাড়লো সংক্রমণ, মৃত্যু ১২৫৮

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে সংক্রমণ মাঝখানে কমে আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ১২৫৮ জনের।

রোববার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

খবরে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে।

করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন।

শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। আর ওইদন শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

করোনার সবশেষ পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১ টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা