ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত

০৭ অক্টোবর ২০২৩, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী ১০ অক্টোবর খুলে যাচ্ছে স্বপ্নের আরেকটি দুয়ার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে প্রমত্ত পদ্মার দুইপাড়। এই প্রকল্পের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার। চলতি মাসের ১০ তারিখ প্রকল্পের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আধুনিক সড়ক যোগাযোগের পর দ্রুতগতির রেল সেবার যাত্রা শুরু হতে যাওয়ায় আনন্দিত পদ্মা তীরের মানুষ।

এই প্রকল্পের মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে তিনটি স্টেশন। নিমতলা, শ্রীনগর ও মাওয়া। এই তিন স্টেশনের মধ্যে মাওয়া স্টেশন শতভাগ প্রস্তুত। চালু হয়েছে সিগন্যালিং ব্যবস্থাও। তবে, নিমতলা ও শ্রীনগর স্টেশনের কাজ শেষ হয়েছে ৯৫ ভাগ।

প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, এই অংশে রেল চলাচলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর স্পিড টেস্টে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলে ট্রেন। পরের দিন ১৬ সেপ্টেম্বর ৩০০ টন পাথর নিয়ে পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেন চলে। ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে।