November 23, 2024, 8:31 pm

রাজউকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের সত্যতা মিলেছে

 

বিপ্লব সিকদার :

রাজউকের উত্তরা জোনের আওতাধীন ১১ নম্বর সেক্টরে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের( দুদক) প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় রাজউকের উত্তরা জোনের আওতাধীন ১১ নম্বর সেক্টরে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে আজ ২৩-০১-২০২৪ খ্রি. তারিখে দুদক, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম রাজউকের উত্তরা জোনের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভবনের নকশার কপি সংগ্রহ করে। পরবর্তীতে টিম রাজউকের একজন কর্মচারীর উপস্থিতিতে উত্তরা জোনের ২টি বাড়ি পরিদর্শন করে। টিম জানতে পারে, অভিযোগে বর্ণিত একটি বাড়ি বেশ পুরনো হওয়ায় রাজউক কর্তৃক নকশা প্রদান করা সম্ভব হয়নি। অপর বাড়িটি নির্মাণে অনিয়ম পাওয়ায় রাজউক কর্তৃপক্ষ নোটিশ প্রদান করে কাজ বন্ধ রেখেছে। রাজউকের উত্তরা জোনের অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক ও কানুনগোর বক্তব্য গ্রহণ ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্র যাচাইপূর্বক টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা