April 7, 2025, 4:31 pm
সর্বশেষ:
কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে ঈদের আনন্দ নেই নলচরে, সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি জেলা প্রশাসকদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের ক্ষমায় বহাল ইউপি চেয়ারম্যান,  বিশিষ্টজনদের মিশ্র প্রতিক্রিয়া  বাদীর জিম্মায় জামিন পেলেন আসামি

মেঘনায় আ’লীগের নৈরাজ্য ঠেকাতে কঠোর বিএনপি

মেঘনা প্রতিনিধি।।

আজ রোববার রাজধানীর জিরো পয়েন্ট এ আওয়ামী লীগের নেতাকর্মীদের এক অডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানানোর কর্মসূচি নিয়ে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার কথোপকথন ফাঁস হয়। এর অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি পতীত সরকারের স্বরযন্ত্র ও নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। আজ রোববার কুমিল্লার মেঘনা উপজেলায় পতীত আওয়ামী লীগের দোসররা যেন কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এ নিয়ে আকস্মিক সভায় বসেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় উপজেলার মানিকার বাজারে এ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় রমিজ উদ্দিন লন্ডনী সহ বক্তারা আওয়ামী দোসররা যেন কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ ভাবে মাঠে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এদিকে রাতেই ছাত্র – জনতা রাজধানীর জিরো পয়েন্ট দখলে নেওয়ার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা