August 2, 2025, 3:40 pm
সর্বশেষ:
অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা সাধারণত্বেই অসাধারণ: তারেক রহমানের নেতৃত্বের পাঠ ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন পুনর্বিন্যাস করে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে স্থানীয় বিএনপির(একাংশ) ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতারা ২০২৩ সালের ডামি নির্বাচনের নামে অবৈধ আসন বণ্টন বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ‘এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন টানা তিনবার মন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু স্বৈরাচারী সরকার তাকে পরাজিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মেঘনাকে হোমনার সঙ্গে সংযুক্ত করেছিল।বিএনপিকে চিরতরে আসনটিকে হারিয়ে দেওয়ার স্বরযন্ত্র হিসেবেই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার মেঘনাকে হোমনার সাথে সংযুক্ত করে। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং কুমিল্লা-১ আসন আবার দাউদকান্দি-মেঘনায় ফিরে এসেছে, যা আমাদের জন্য গর্বের।’
এ সময় মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক মহিলা দল নেত্রী দিলারা শিরিন ও যুবদল নেতা আতাউর রহমান ভূঁইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা