মেঘনায় উঠতি বয়সী গ্যাংস্টার গ্রুপের হাতে অবৈধ অস্ত্র
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অশুভ সিন্ডিকেটের সক্রিয় তৎপরতা
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় সম্প্রতি স্কুল-কলেজ পড়ুয়া কিংবা পড়াশোনা ছেড়ে দেওয়া উঠতি বয়সী তরুণদের নিয়ে গড়ে উঠেছে একাধিক গ্যাংস্টার গ্রুপ। এসব গ্রুপের হাতে রয়েছে অবৈধ অস্ত্র, কিন্তু তাদের বিরুদ্ধে নেই কোনো মামলা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে, নতুন মুখ ও নতুন আদলে এই অপরাধী চক্রগুলোকে সাজিয়ে তোলা হয়েছে পরিকল্পিতভাবে।
অভিযোগ রয়েছে, দলমত নির্বিশেষে উপজেলার আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, জমিজমা দখল-বিক্রয়, রাজনৈতিক প্রভাব বিস্তারসহ সমাজের প্রায় প্রতিটি সেক্টর নিয়ন্ত্রণে রাখতেই এইসব গ্যাংস্টার গ্রুপের জন্ম। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, কাউকে ভয়ভীতি প্রদর্শন, অসম্মান করা, হত্যাচেষ্টা বা হত্যাকাণ্ড সংঘটনের পরিকল্পনায়ও তাদের ব্যবহার করা হচ্ছে।
এলাকার সচেতন বাসিন্দারা জানিয়েছেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ব প্রস্তুতি হিসেবে এই চক্রগুলো সক্রিয় হয়ে উঠছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে এক প্রকার সর্বদলীয় অশুভ সিন্ডিকেটের আশ্রয়ে চলছে এ তৎপরতা।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা দেখেও না দেখার ভান করি। কারণ কোথায় বিচার চাইব? দিনের বেলায় দেখি আওয়ামী লীগকে গালমন্দ করছে, আবার সন্ধ্যায় দেখি সবাই একসাথে আনন্দ করছে। এদের পেছনে যারা আছে, তারা সবাই একই খেলায় মেতে আছে।” বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য থানা সদর থেকে দূর্গম এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয় প্রয়োজন মনে করলে এক নিমিষেই মোটরসাইকেল ও নদী পথে স্পীড বোর্ড যোগে নিয়ে আসে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতি স্থানীয়রা দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে তরুণদের অপরাধের পথে ঠেলে দেওয়ার এ প্রবণতা বন্ধ হয় এবং নির্বাচনের আগেই এই চক্র ভেঙে দেওয়া যায়।