October 13, 2025, 6:21 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, ৩ পুলিশ আহত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় নলচর সংলগ্ন মেঘনা নদী থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে নৌ পুলিশ। এ সময় সংঘর্ষে নৌ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন নলচর এলাকার রানা ও সাজ্জাদ। আহত তিন পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, আটক রানা ও সাজ্জাদ কোনো চাঁদাবাজ নন। তারা নলচর ঘাট এলাকায় বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য ইলিশ মাছ কিনতে নদীতে গিয়েছিলেন। তখন নৌ পুলিশ তাদের আটক করে। আটক এড়াতে গেলে একপর্যায়ে ট্রলার উল্টে ডুবে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অভিযান পরিচালনাকারী চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “অভিযানের সময় আমাদের ৩ সদস্য আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। চিকিৎসা ও প্রাথমিক তদন্তে ব্যস্ত আছি।”

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা থানায় নেওয়া হচ্ছে।

স্থানীয়রা এ ঘটনায় তদন্ত দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা