নিজস্ব প্রতিবেদক।।
মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সপ্তম দিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৫০ জন জেলেকে গ্রেফতার করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর ২০২৫ খ্রি.) দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১ কোটি ৩১ লক্ষ ৬৭ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল, ৩৪৮ কেজি মা ইলিশ, এবং ১২টি নৌকা জব্দ করা হয়।
অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করা হয়—সবগুলোই মৎস্য আইনে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জিম্মায় দেওয়া হয়, এবং ০৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
জেলার ভিত্তিতে দেখা যায়, চাঁদপুর জেলায় ০৭টি মামলা দায়ের করে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে, আর শরীয়তপুর জেলায় ০৮টি মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে।
চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।