October 13, 2025, 12:53 pm
সর্বশেষ:
নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত? সিআইডিতে ফরেনসিক তদন্ত বিষয়ে প্রশিক্ষণে ৬০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণ

হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন?

বিপ্লব সিকদার :

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি সড়কে সরকার বাড়ির সামনের রাস্তাটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগারে। ফুটপাতজুড়ে ছড়ানো আবর্জনা, দুর্গন্ধ, এবং নোংরার স্তূপ যেন শহরের চিত্রকে বিকৃত করে দিয়েছে। প্রশ্ন জাগে এটা কি শুধু পৌরসভার ব্যর্থতা, নাকি নাগরিক সচেতনতারও ঘাটতি?একদিকে পৌর প্রশাসকের দায়িত্ব হলো শহরকে পরিচ্ছন্ন রাখা, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও নিয়ম তৈরি করা, নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালু রাখা। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, কোথাও কোনো তদারকি নেই। প্রশাসক যেন চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন নাকে তৈল নাকি মরিচের গুঁড়ো, তা বোঝা মুশকিল।অন্যদিকে, নাগরিকরাও দায়মুক্ত নয়। ডাস্টবিন না থাকলেও রাস্তার পাশে ময়লা ফেলা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। নিজের বাড়ির সামনের রাস্তা নোংরা করে রেখে কেউ পরিচ্ছন্ন শহরের দাবি করতে পারে না।প্রকৃতপক্ষে, পৌরসভার প্রশাসনিক উদাসীনতা আর নাগরিক অসচেতনতা মিলেই হোমনা আজ নোংরা ও দুর্গন্ধময় শহরে পরিণত হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন দ্রুত ও যৌথ উদ্যোগ। পৌর কর্তৃপক্ষের উচিত নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো, ডাস্টবিন স্থাপন করা এবং আইন প্রয়োগ করা। একইসঙ্গে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।হোমনার সড়ক শুধু চলাচলের পথ নয়, এটি শহরের সৌন্দর্যের প্রতীকও। সেই সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। প্রশাসক ঘুম থেকে উঠবেন কি না, সেটা এক প্রশ্ন কিন্তু নাগরিক হিসেবে আমরা কি জেগে আছি?

 

(  ছবি ও তথ্য : সাংবাদিক কামাল হোসেন এর ওয়াল থেকে নেওয়া)

 

লেখক, সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা