কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা হক–এর বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তার ওপর থাকা সকল সাংগঠনিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই হোমনা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলের স্থানীয় নেতা–কর্মীরা নাজমা হককে অভিনন্দন জানিয়ে লিখছেন— “দল একজন অভিজ্ঞ, ত্যাগী ও মাঠের কর্মীকে ফিরে পেল।” অনেকেই মনে করছেন, তার ফিরে আসা সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করবে।
নাজমা হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের এক নিবেদিত কর্মী। বিশেষ করে জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির সক্রিয় মুখ। আন্দোলন, গণসমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার দৃঢ় উপস্থিতি তৃণমূলে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি সবসময় নেতৃত্বের নির্দেশনা মেনে চলেছেন। বিএনপির অনেক নেতা মনে করেন, শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে নাজমা হকের ফিরে আসা ইতিবাচক বার্তা দেবে।
নেতাকর্মীরা আশা করছেন—
আগামী দিনে নাজমা হক দলের পুনর্গঠন, নারী নেত্রীদের সংগঠিত করা, এবং রাজপথের আন্দোলনকে নতুন করে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দলের প্রতি তার অঙ্গীকার ও ত্যাগের মূল্যায়ন হওয়ায় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে বলছেন—
“এগিয়ে থাকুন দলের সাথে, শুভ কামনা।”