• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পেনশন হয়রানির প্রমাণ পেয়েছে দুদক প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি: তারেক রহমান দুদকে নতুন তিন পরিচালক কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি বিন্দুবাংলা টিভি ডটকম: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আট বছরের অসম যাত্রা মেঘনায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ মেঘনায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

বিপ্লব সিকদার / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত ও গতিশীল করতে থানা–পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রেরিত সর্বশেষ তালিকায় কুমিল্লার ১৮টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক প্রয়োজন, সাম্প্রতিক কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা মূল্যায়ন করে এই পরিবর্তন আনা হয়েছে বলে রেঞ্জ–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের মাধ্যমে থানাগুলোর সার্বিক কার্যক্রমে গতি আসবে, সেবাপ্রার্থীদের হয়রানি কমবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আরও মজবুত হবে।

নতুন ওসিদের প্রস্তাবিত তালিকা:

ব্রাহ্মণপাড়া থানা – সাব্বির মোহাম্মদ সেলিম তপন (বিপি: ৮০০৬০৯৯৬০৮, ঢাকা),লালমাই থানা – মো. নুরুজ্জামান (বিপি: ৮২১১১৩৩৯৩৪, লক্ষ্মীপুর),চৌদ্দগ্রাম থানা – আবু মাহমুদ কাওসার হোসেন (বিপি: ৭৬০৪১১১৮৩৪, মাদারীপুর),নাঙ্গলকোট থানা – আরিফুর রহমান (বিপি: ৭৮০৬০৯৪২৭২, নোয়াখালী),দাউদকান্দি থানা – এম. আব্দুল হালিম (বিপি: ১৮৩১১১৩৪৫৬৫, কক্সবাজার),চান্দিনা থানা – আতিকুর রহমান (বিপি: ৮৩১১১৩৫৭১৫, ফেনী),বুড়িচং থানা – মুহাম্মদ লুৎফুর রহমান (বিপি: ৭৯০৪১০১৪২৩, নোয়াখালী),দেবিদ্বার থানা – গোলাম সারওয়ার (বিপি: ৮০০৬১৬১০৪৫, নরসিংদী),কুমিল্লা কোতয়ালী মডেল থানা – তৌহিদুল আনোয়ার (বিপি: ৭৯০৬১১৭০০৮, চট্টগ্রাম),সদর দক্ষিণ থানা – মোহাম্মদ সিরাজুল মোস্তফা (বিপি: ৭৭০৬১১৭৯২২, চট্টগ্রাম),তিতাস থানা – মুহাম্মদ আরিফ হোসাইন (বিপি: ৮০০৬১০১৭৬৫, চট্টগ্রাম),বরুড়া থানা – মুহাম্মদ আজহারুল ইসলাম (বিপি: ৮০০৬১০২৮৮৬, নেত্রকোনা),লাকসাম থানা – মাকসুদ আহাম্মদ (বিপি: ৮২১১১৩৪৫২৪, নোয়াখালী),মনোহরগঞ্জ থানা – শাহীনুর ইসলাম (বিপি: ৮৬১১১৩৫১২০, ময়মনসিংহ),মেঘনা থানা – শহীদুল ইসলাম (বিপি: ৮১০৮১২৩৫৪৩, হবিগঞ্জ),হোমনা থানা – মোরশেদুল আলম চৌধুরী (বিপি: ৮১০৮১২৪০৭২, চট্টগ্রাম),মুরাদনগর থানা – মো. হাসান জামিল খান (বিপি: ৮৪১৩১৬৩৩০৯, ময়মনসিংহ),বাঙ্গরাবাজার থানা – মো. আবদুল কাদের (বিপি: ৭৭৯৪০৯৪৯১৪, নোয়াখালী)।রেঞ্জ সূত্র জানায়, আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া মাত্রই নতুন ওসিরা দায়িত্ব গ্রহণ করবেন। ফলে জেলা পুলিশের থানা–পর্যায়ের সার্বিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন