জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোমনা পৌর শাখার সদস্য-সচিব মো. নাহিদ হাসানের মমতাময়ী মা নাছিমা বেগম (৫১) বার্ধক্যজনিত কারণে গত বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নাছিমা বেগমের ইন্তেকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা (উত্তর)-এর আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য-সচিব মো. অহিদুজ্জামান মোল্লা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক যৌথ শোকবার্তায় জেলা নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন তিনি শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দান করেন।শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমা নাছিমা বেগমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।