নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।’
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ব্যাহত করতে ইতোমধ্যে একাধিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের, বিশেষ করে বিএনপির অনেককে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘কয়েকদিন আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের ধারাবাহিক হত্যাকাণ্ড চলতে থাকলে দেশের নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, বিএনপি বারবার সরকার ও নির্বাচন কমিশনকে এসব বিষয়ে অবহিত করছে এবং পুনরায় আহ্বান জানাচ্ছে—যাতে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।