আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে নির্বাচনী জোট গঠন করেছে গণ অধিকার পরিষদ। তবে মেঘনা উপজেলা শাখা এখনো জোটের প্রার্থী বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণায় নামেনি। বিষয়টি স্থানীয়ভাবে গুঞ্জন সৃষ্টি করেছে।
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান বিন্দুবাংলা টিভিকে বলেন, “কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিএনপির প্রার্থী বা কোনো প্রতিনিধি দল আমাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেনি। আলোচনা হলে আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। গণ অধিকার পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশগ্রহণ করবে।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী বিন্দুবাংলা টিভিকে জানান, “আনুষ্ঠানিক আলোচনা এখনও হয়নি, তবে যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা হবে। আমরা গণ অধিকার পরিষদকে জোট প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেছি।”